টলি পাড়ার অতি পরিচিত অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। কিছুদিন আগেও তিনি করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করতেন। তবে এখন তিনি বিরতিতে। জীবনের এক সন্ধিক্ষণে রয়েছেন তিনি। মা হচ্ছেন অভিনেত্রী। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল, তবে এবার প্রকাশ্যে এল তাঁর বেবিবাম্পের ছবি।
অভিনেত্রী নিজেই সেই ছবি দর্শকদের সাথে শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘জীবনের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিজের মধ্যে এক প্রাণকে বড় করে তোলা। ও বাড়ছে’। তনুশ্রীর এই নতুন জার্নিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দর্শক এবং ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা।
সম্প্রতি ফেসবুকে নিজে গান গেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তনুশ্রী। অভিনয় চর্চার পাশাপাশি গান নিয়ে আরও সিরিয়াস চিন্তা ভাবনা করা উচিত তাঁর এরকমও অনেকে মনে করছেন। তনুশ্রী নিজে ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘গাই ভালোবেসে গাই, ভুল ত্রুটি মার্জনীয়।’