‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে’র ছুটি শেষ। আজ তিনি আবার লাইট-ক্যামেরা-অ্যাকশন এই শব্দগুলো নিয়ে পৌঁছে গিয়েছেন সেটে। তিনি এখন ব্যস্ত তাঁর আগামী ধারাবাহিকের প্রোমো শ্যুটেতে। তবে এবার জি বাংলায় নয়, তিনি আসবেন স্টার জলসায়। আর তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীকে। এই ধারাবাহিক প্রযোজনা করবেন টেন্ট প্রোডাকশন।
‘অপরাজিতা অপু’ ছিল এক সাধারণ মেয়ের লড়াই করে প্রশাসনিক জায়গায় পৌঁছনোর গল্প। তবে এ বারেও কি তিনি সেরকম চরিত্রে নাকি একদম ভিন্ন ধারার চরিত্রে? টেলিপাড়া বলছে, এটিও এক মেয়ের জীবনযাত্রার গল্প। মেয়েটিকে বিয়ের পর তাঁর শাশুড়ির পেশায় পা রাখার স্বপ্ন দেখাবেন। সেই স্বপ্ন দেখতে দেখতেই বিদেশের মাটিতে এক দিন কাজের সূত্রে পৌঁছে যাবে সে।
গল্প কিছুটা একই ধরনের, তাই দর্শক বা সুস্মিতা কেউ একঘেয়েমিতে ভুগবেন না তো? ধারাবাহিকের কথা স্বীকার না করে সুস্মিতা জানান যে, তাঁকে আবিষ্কারের কৃতিত্ব সুশান্ত দাসের। তাঁকে অভিনয়ে নিয়ে এসেছেন তিনিই। আজ তাঁর জন্যই তিনি পৌঁছে গিয়েছেন ঘরে ঘরে। তাই আগামী দিনেও সেই ভরসা রাখছেন অভিনেত্রী তাঁর প্রযোজকের কাছে।