গতকাল জামিন পেয়ে বাড়ি ফিরেছেন আরিয়ান খান। আর দাদা বাড়ি ফিরতেই বোন সুহানার এবার আনন্দের সময়। তাই নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে মেতে উঠলেন শাহরুখ কন্যা সুহানা খান।

পড়াশোনার জন্য সুহানা নিউ ইয়র্কে থাকেন। আর সেখানেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন তিনি। তাঁর বন্ধুদের সোশ্যাল ওয়াল ভরে উঠেছে সেই পার্টির ছবিতে। সেই ছবিতে দেখা যাচ্ছে বন্ধু প্রিয়াঙ্কা রায়নাকে আনন্দে জড়িয়েও ধরে আছেন সুহানা। দাদা আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায়নি সুহানাকে। অবশেষে তিনি ফিরলেন পুরনো মেজাজে।
জানা গেছে যে সুহানার নভেম্বরের শুরুতেই ভারতে আসার কথা ছিল কিন্তু পরিবারের সাম্প্রতিক এই ঝড়ের কারণে পরিবার থেকেই তাঁকে ভারতে আসতে নিষেধ করা হয়। তবে নিউ ইয়র্কে থাকলেও দাদার নিয়মিত খোঁজ নিচ্ছিলেন তিনি। এমন কি আরিয়ানের বিদেশের বন্ধুদের সঙ্গেও যোগাযোগের এক মাত্র মাধ্যম ছিলেন বোন সুহানাই। শোনা গিয়েছিল দাদার গ্রেফতারের খবরে তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তিনি সুস্থ এবং পার্টিতে মজে।