ছেলে ইউভানের জন্মের পরে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোনো ছবি করেননি। ছেলেকে বড় করা, ছেলের খেয়াল রাখা এগুলিই ছিল একমাত্র কতব্য তাঁর। এবার এতদিন বাদে পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরেই নতুন ছবির শুটিংয়ে ফিরতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘ডক্টর বক্সী’। এটি একটি মেডিক্যাল থ্রিলার ঘরানার ছবি।
পরিচালক সপ্তাশ্বের এটি চতুর্থ ছবি। তাঁর আগের ছবি ‘জতুগৃহ’ মুক্তির অপেক্ষায় এখন। নতুন ছবিটি সম্পর্কে পরিচালক জানান, চিকিৎসা ব্যবস্থার গাফিলতি দেখানো হয়েছিল তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে আর সে ছবির সাফল্য এই ছবির অনুপ্রেরণা বলা চলে। তাঁর মতে এক শ্রেণির চিকিৎসকেরা এই পেশাকে শুধুই রোজগারের মাধ্যম হিসেবে দেখেন।
চিকিৎসক বক্সীর চরিত্রটির জন্য বাছা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে, কথা এগোচ্ছে তাঁর সঙ্গে। ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর। তিনি হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়েন। সেখানে ডক্টর বক্সী উপস্থিত হয়ে তাকে বাঁচাতে পারে কি না, সেই নিয়েই এগোবে গল্প।