মা হওয়ার পর থেকেই নিজের ওজন বেড়ে যাওয়া নিয়ে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে তিনি একজন বিচারক, একটি নাচের রিয়েলিটি শো এর। সেখানেও মঞ্চে ডান্স পারফরম্যান্সের পর ক্রমাগত তাকে মোটা লাগছে, তার রোগা হওয়া উচিত ইত্যাদি জাতীয় কমেন্ট শুনতে হয় তাঁকে।
তবে শুভশ্রী যে দেড় বছরের সন্তানকে সামলানোর পাশাপাশি জিমে গিয়ে শরীরচর্চায় মন দিয়েছিলেন তা জানা গিয়েছিল তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। এবার অনুগামীদের সঙ্গে নিজের একটি নতুন ফটো শেয়ার করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী।
লাল ড্রেসে আবারো আগের মতোই মেদহীন চেহারায় দেখা গেল অভিনেত্রী শুভশ্রীকে। শরীরে বাড়তি মেদ লেশমাত্র দেখা যায়নি অভিনেত্রীর। তবে এই নিয়েও সমস্যা নেটিজেনদের একাংশের। কারণ তারা মনে করছেন যে ছবিটি হয়ত ফটোশপে এডিট করা হয়েছে। একাধিক নেটিজেন সেই ছবির কমেন্ট বক্সে প্রশ্ন করেন কেন শুভশ্রী এডিট করে নিজের ছবি রোগা করে পোস্ট করেছেন।
তবে অভিনেত্রী কিন্তু এসব সমালোচনায় কান দিচ্ছেন না। তাঁর অনুগামীদের একাংশ বলেছেন যে তাকে দেখেই বোঝা যাচ্ছে কঠোর পরিশ্রম করছেন তিনি আবারও আগের মতো ফিগার ফিরে পেয়েছেন।
কিন্তু শুভশ্রী এর আগে একাধিকবার জানিয়েছেন তাঁর কাছে সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত গর্বের ব্যপার। সকলেই জানেন সন্তানের জন্মের পর স্বাভাবিকভাবেই চেহারায় বেশ কিছু পরিবর্তন আসে। তার জন্য বিন্দুমাত্র দুঃখিত নন অভিনেত্রী। তবে বলাই বাহুল্য এদিন শুভশ্রীর ফটো আবারো মন জিতে নিয়েছে নেটিজেনদের কাছে।