এই মে মাসে একাধিক বাংলা ছবির মুক্তি। তার মধ্যে একটি ছবি ‘ভয় পেও না’। যেখানে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার নিজের ছবির প্রচারে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, এই সময়ে ইন্ডাস্ট্রিতে খুব ভাল কাজ হচ্ছে। দেবের ‘কিশমিশ’ এবং জিতের ‘রাবণ’ ছবি নিয়ে তিনি প্রশংসায় পঞ্চমুখ। তাঁর খুবই ভাল কাজ লেগেছে দুটি কাজ।
‘ভয় পেও না’ ছবির প্রসঙ্গে তিনি জানান যে সবাই ইন্ডাস্ট্রিতে তাঁকে খুব ভালবাসে। সবাই যেমন এই সময়ে একে অপরের ছবি নিয়ে কথা বলছে তাঁর বিশ্বাস যে তাঁরাও নিশ্চয়ই এই ছবি নিয়েও কথা বলবে এবং তাঁদের প্রতিক্রিয়া জানাবে।
শোনা যাচ্ছে করোনাবিধি মেনেই শ্যুটিং হয়েছিল শ্রাবন্তী-ওম অভিনীত নতুন ছবি ‘ভয় পেও না’-র। ওমের সঙ্গে কাজ করে খুব খুশি অভিনেত্রী শ্রাবন্তী। অভিনেত্রী বলেন যে, সিনেমার ঝলক যেদিন থেকে প্রকাশ পেয়েছে তার পরে ওম আর তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের ভাল লেগেছে, তারই প্রতিক্রিয়া বহু জায়গা থেকে তিনি পেয়েছেন। আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে ‘ভয় পেও না’। ছবি মুক্তির পর দর্শকদের তা কেমন লাগবে সেটাই এখন দেখার অপেক্ষায় দুই অভিনেতা।