• Wed. Jan 14th, 2026

আয়কর কর্তারা হাজির অভিনেতা সোনু সুদের বাড়িতে!

গত বুধবার রাত্রিবেলা অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে তাঁর অফিসের তল্লাশি শুরু করেছিল আয়কর দপ্তরের কর্তারা। সোনুর অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল সেদিন রাতে। বৃহস্পতিবার সকালে আবার সোনুর মুম্বইয়ের বাড়িতেও হাজির হয়েছেন তাঁরা।

অভিনেতার সঙ্গে লখনউয়ের একটি আবাসন সংস্থার সম্পত্তি চুক্তিতেই আপাতত নজর আয়কর কর্তাদের। তাঁদের দাবি, ওই চুক্তিতে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন অভিনেতা সোনু সুদ। কীসের ঘটনা ফল ভোগ করতে হচ্ছে অভিনেতাকে? ঘটনাটির নেপথ্যে ‘রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা’ রয়েছে বলে বিরোধীদের একদল দাবি করলেও বিজেপি জানিয়েছে, সোনুর বিরুদ্ধে তদন্তে কোনও রাজনীতি নেই।

সোনু করোনাকালে পরিযায়ী শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করে তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীয়াল তাঁর সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পর সোনুর রাজনীতে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল। আর তারপরই অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন এই ঘটনা ঘটার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2