হজমি, আচার, ফুচকা এই গুলি সবারই প্রায় পছন্দের তালিকায় থাকে কিন্তু এই তালিকায় বাদ পড়েছেন একজন, তিনি টলি অভিনেত্রী সোহিনী সরকার। হজমি, আচার, ফুচকা এ সবের প্রতি তাঁর বিন্দু মাত্র আগ্রহ নেই। অথচ সেই সোহিনীকেই দেখা গেছে দাঁতে দাঁত চিপে ‘মন্দার’ ওয়েব সিরিজে কদবেল মাখা খেতে।

এই প্রসঙ্গে সোহিনী জানান যে, সিরিজের সেই দৃশ্যে একেবারেই চরিত্রের জন্য চেটেপুটে কদবেল মাখা খেতে হয়েছিল তাঁকে। তবে তিনি এও জানান টক জিনিস কিছুটা একটা নেশার মতো। একবার খেতে শুরু করলে নাকি থামানো যায় না।
ইতিমধ্যে সকলেই প্রায় জানেন সোহিনী সরকার সব সময় স্রোতের উল্টো দিকে হাঁটতে পছন্দ করেন। স্কুলে যখন সবাই দল বেঁধে আলু কাবলি,চুড়মুড়ের জন্য লাইন দিত, তাঁকে কিন্তু দেখা যেত না সেই ভিড়ে। তিনি কখনওই আলু কাবলি, ফুচকা ভালবাসেননি। অনেক সময় বন্ধুরা জোর করলে তিনি খান। এও বলেন যে কোনো শুটিংয়ের আউটডোরে কেউ আচার নিয়ে এলে, তখন একটু খেয়ে দেখেন কিন্তু অল্পই তাছাড়া এর বাইরে কখনওই এ সব খাবারের প্রতি অভিনেত্রীর কোনও টান ছিল না।