গতকাল রাতে ইনস্টাগ্রামে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সোহিনী সরকারের। তিনি দু’টি স্টোরি শেয়ার করেন এবং সেখানে দেখা যাচ্ছে বিচ্ছেদের সুর। একটিতে তিনি লিখেছেন, ‘একা। এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ আর একটি স্টোরিতে লেখেন, ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে।’ তবে কি ফের বিচ্ছেদ? প্রেম ভাঙতে বসেছে সোহিনী-রণজয়ের?

জানুয়ারি মাসেতে সিকিমে গোপনে বিয়ে সেরেছেন অভিনেতা প্রতীক বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। নবদম্পতির ভাগ করা ছবি অনুযায়ী, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহিনী সরকার। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না রণজয় বিষ্ণু। সোহিনীর গতকালের এই মন্তব্য পোস্ট করার পর থেকেই টলিপাড়ায় তুমুল শোরগোল শুরু।
বৈশাখের শুরুতেই এভাবে প্রেমের রসায়নে ফাটল ধরালো! রণজয়ের দাবি, সবটাই কথার কথা। নিজের মনে জমে থাকা অনুভূতির কথাই ভাগ করেছেন অভিনেত্রী। রণজয় তাঁর মতো করে জবাব দিয়েছেন। এখন দেখার, অভিনেত্রী সোহিনী সরকার কি বলেন।