ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল-এর বিয়ে যেন এক চলমান সিনেমার চিত্রনাট্য। গায়েহলুদ হয়ে যাওয়ার পরেও বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত, তার ওপর পলাশের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ— সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। সম্পর্ক ভাঙনের জল্পনার মধ্যেই অবশেষে এল নতুন মোড়। শোনা যাচ্ছে, সব অভিমান ভুলে স্মৃতি নাকি ফিরছেন পলাশের কাছে, এবং দু’জনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা কী বলছেন?
বিয়ে স্থগিত: সাঙ্গলী থেকে ফিরতে হয় পাত্রপক্ষকে
কথা ছিল, গত ২৩ নভেম্বর মহা সমারোহে বিয়ে হবে স্মৃতি ও পলাশের। কিন্তু স্মৃতির পৈতৃক ভিটা সাঙ্গলী-তে গিয়ে পাত্রপক্ষকে খালি হাতেই ফিরতে হয়। জানা যায়, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাই তড়িঘড়ি বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।
সম্পর্কের ভাঙন ও পলাশের বিরুদ্ধে অভিযোগের ঝড়
বিয়ে স্থগিত হওয়ার পরেই এই ঘটনা অন্য দিকে মোড় নেয়। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে একের পর এক খবর আসতে থাকে, যেখানে একাধিক মহিলা পলাশের বিরুদ্ধে প্রতারণার পুরনো অভিযোগ আনেন। এই পরিস্থিতিতে জল্পনা আরও বাড়ে যখন শোনা যায়, স্মৃতির ভাই এবং তাঁর সতীর্থ ক্রিকেটারেরা নাকি পলাশকে তাঁদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছিল— স্মৃতি ও পলাশের সম্পর্ক বোধ হয় ভেঙে গেল!
নতুন তথ্য: অভিমান ভুলে কাছাকাছি স্মৃতি, বিয়ের নতুন তারিখ?
এই সমস্ত জল্পনা-কল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, স্মৃতি ও পলাশ তাঁদের সব সমস্যা মিটিয়ে ফেলেছেন এবং তাঁরা আগামী ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন। ওই পোস্টে এ-ও দাবি করা হয় যে, পলাশের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা।
স্মৃতির ভাই কী বললেন?
ভাইরাল হওয়া পোস্ট ও বিয়ের নতুন তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা জল্পনা জিইয়ে রেখে বলেন,
💬 “বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই আমি জানি।”
শ্রবণের এই মন্তব্যে একদিকে যেমন নতুন তারিখের বিষয়ে নিশ্চিত খবর মেলেনি, তেমনই স্মৃতি-পলাশের বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙনের খবরও খারিজ হয়ে গেছে।
মুম্বইয়ে দেখা গেল পলাশকে
বিয়ের স্থগিতাদেশ এবং তীব্র জল্পনার আবহেই সোমবার মুম্বই বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে দেখা যায় পলাশ মুচ্ছলকে। অনেকের ধারণা, আগের বারের নাটকীয় ঘটনার পর, এইবার যদি তাঁরা কোনও নতুন সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে হয়তো আরও বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।
উপসংহার:
স্মৃতি-পলাশের বিয়ে কবে হবে, সেই তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে অভিমান ভেঙে তাঁদের কাছাকাছি আসার ইঙ্গিত ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। কবে সাত পাকে বাঁধা পড়বেন এই হাই-প্রোফাইল জুটি— সেই দিকেই নজর এখন গোটা দেশের।
আপনার কী মনে হয়? ৭ ডিসেম্বরই কি স্মৃতি-পলাশের বিয়ে হতে চলেছে, নাকি আরও অপেক্ষার পালা? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে!