এখনো পর্যন্ত শাহরুখ কন্যা সুহানা অভিনয় জগতে পা রাখেননি। তাও তাকে নিয়ে দর্শকের একাধিক কৌতূহল আছে। সুহানা খান সামাজিক মাধ্যমে বেশ একটিভ। তাও তার মা গৌরী খান তার ছবি শেয়ার করে থাকেন মাঝে মধ্যেই।
কখনো বিদেশের তিনি বন্ধুদের সাথে তুমুল পার্টিতে মেতে থাকেন, আবার কখনও সুইমিং পুলের ধারে বসে তিনি ফটোশুটে মেতে থাকেন,কিংবা আবার কখনো তাকে দেখা যায় বাবা শাহরুখ খানের সাথে। মেয়ের মুখের আদল এর মধ্যেই স্পষ্ট বাবা শাহরুখ খানের মুখের আদল এর ছাপ।
বলিউডের অন্যতম আদর্শ জুটি শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি খান। তাঁদের মোট তিনটি সন্তান। তার মধ্যে দুটি ছেলে এবং একমাত্র মেয়ে। সেই একমাত্র মেয়ে সুহানা খান।
সম্প্রতি মা গৌরী খান তাঁর মেয়ে সুহানার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে মেয়ে একটি সুইমিং পুলের ধারে বসে আছে। পরনে রয়েছে সাদা টপ এবং ডেনিম রঙের একটি হট প্যান্ট। একটি কোকাকোলার বোতল তাঁর হাতে রয়েছে। মা গৌরী খান সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ!!! নীল রং আমার প্রিয় রং।‘