অভিনেত্রী করিনা কপূর খানের ফ্যান পেজ থেকে নেটমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে দিদি সারা আলি খানের সঙ্গে এক ফ্রেমে সইফ-করিনা’র দ্বিতীয় সন্তান জে। সইফ আলি খান এবং করিনা কাপুর খানের সঙ্গে দাঁড়িয়ে আছে সারা। তিন জনের মুখেই হাসি। করিনার কোলে একরত্তি জে এর হাত ছুঁয়ে রয়েছেন সারা। সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সইফের জ্যেষ্ঠ কন্যা সারার দিকে।

ফ্যান পেজটির দাবি করেন যে, অভিনেত্রী করিনার কোলে যে শিশুটি সেটি আসলে তাঁর কনিষ্ঠ পুত্র জে। ছবিটি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সারা আলি খানের সঙ্গে জে।’
জে এর জন্মের পর থেকেই প্রচারের আলো থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলেন সইফ এবং করিনা। তবে কিছুদিন আগে রণধীর কপূরের বাড়ির বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে তার সেই ছবি। আপাতত মা-বাবা এবং দাদা তৈমুরের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছে জে।