পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর স্বপ্নের কাজ ‘হীরা মাণ্ডি’ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। কারা থাকবেন, কারা বাদ পড়বেন সেই ছবি থেকে সেই নিয়ে নানান কৌতূহল। শোনা যাচ্ছে, ছবি থেকে নাকি বাদ পড়েছেন অভিনেত্রী রেখা। সেই জায়গায় নাকি আসতে চলেছেন স্বয়ং ঐশ্বর্য রাই বচ্চন।

সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সানাম’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য। পরিচালক-অভিনেত্রীর এই জুটি মানুষ কোনোদিন ভোলেননি। বেশ কয়েকবছর তাঁরা একসঙ্গে কাজ করেননি তাই ভন্সালীর ‘হীরা মাণ্ডি’তে তিনি থাকতে চলেছেন একটি অত্যন্ত গরুত্বপূর্ণ চরিত্রে। যে চরিত্রের জন্য রেখাকে ভেবেছিলেন পরিচালক সেই চরিত্র পর্দায় করবেন ঐশ্বর্য।
যত বড়ই তারকা হোন না কেন, তাঁকে নিজের ছবি থেকে বাদ দিতে দু’বার ভাবেন না ভন্সালী। রণবীর কাপুরকে ‘সাওয়াড়িয়া’ ছবিতে ব্রেক দেওয়ার পর তিনি যখন ‘গুজারিশ’-এর অফার ফিরিয়েছিলেন, তাঁকে আর ডাকেননি পরিচালক। সম্প্রতি ‘বৈজু বাওরা’ ছবিতে তাঁর প্রিয় দীপিকাকেও বাদ দিয়েছেন ভন্সালী। ‘হীরা মাণ্ডি’তেও ভন্সালী রেখাকে বাদ দিয়ে তাঁর পরিবর্ত আনলেন ঐশ্বর্যকে।