বিমানে একসাথে যাত্রা করছিলেন বলি অভিনেত্রী প্রীতি জিন্টা এবং প্রবীণ অভিনেতা সঞ্জয় খান। তাঁদের আলাপও হল এবং বেশ কিছুক্ষণ কথাও হয়েছে তাঁদের মধ্যে। কিন্তু তার পরেও প্রীতি জিন্টাকে চিনতেই পারলেন না প্রবীণ অভিনেতা। কিন্তু না চেনার কারণ কী থাকতে পারে?

দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে হঠাৎই দেখা হয় সঞ্জয় খানের। প্রবীণ অভিনেতার মেয়ে তাঁর সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্ত প্রীতিকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন এই প্রবীণ অভিনেতা। তিনি না চেনার কারণ হিসেবে সেই টুইটে লেখেন যে এক বার যদি অভিনেত্রী তাঁর ‘জিন্টা’ পদবীটা বলতেন তাঁকে, তা হলেই তাঁর মনে পড়ে যেত। কারণ সেই প্রবীণ অভিনেতা প্রীতি জিন্টার প্রচুর ছবি দেখেছেন।
তবে অন্য দিকে সঞ্জয় ক্ষমা চাইলেও এখনও পর্যন্ত প্রীতির দিক থেকে কোনো রকম উত্তর আসেনি। দিন কয়েক আগেই শিরোনামের পাতায় এসেছিলেন এই বলি অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি অভিনয়েও ফিরবেন।