আজ শিশু দিবস, সব তারকারা একের পর এক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তবে এই বিশেষ দিন ঋতাভরীর কাটালেন একটু অন্যভাবে। এই দিনটি ফুচকা-বিরিয়ানীতেই গেল অভিনেত্রীর।

অভিনেত্রী আজ ‘আইডিয়াল স্কুল ফর ডেফ’-এর কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন। সেই সব ছবি ঋতাভরী শেয়ার করে সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি ফুচকা, বাউন্সি কেক আর বিরিয়ানি কত কি খেয়েছেন আর মজা করেছেন। আবার সেখানে ছিল উইনি দ্য পু, ডোরেমন, ছোটা ভীম। আজ বাচ্চারা ভীষণ খুশি। অভিনেত্রী জানান যে তাদের সঙ্গে থাকলে তিনিও ছোট হয়ে যান সব সময়।
অনেক বছর ধরেই অভিনেতী বিশেষ দিনগুলি ওই স্কুলেই পালন করে আসেন। কিছু দিন আগে সেই ভালবাসায় যুক্ত হয়েছিলেন ব্যবসায়ী নিখিল জৈনও। বাচ্চাদের জন্য তিনি নিজের বস্ত্রবিপণনী প্রতিষ্ঠানের পোশাক পাঠিয়েছিলেন। নিখিলকে এসবের জন্য আবার ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।