কিছু দিন আগেই গোয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেই উৎসবের মঞ্চে মাতোয়ারা বাঙালিনী বেশে অভিনেত্রী। কিন্তু সেই অনুষ্ঠানে তাঁর বড় প্রাপ্তি সলমন খানের সঙ্গে গোটা একটা সন্ধে কাটানো। এক ফ্রেমে দেখা গেল সলমন-ঋতাভরীকে।

মঙ্গলবার সন্ধ্যেতে সলমনের সঙ্গে কাটানো মুহূর্ত ঋতাভরীর কাছে বোধহয় সব কিছুর থেকে অন্য রকম, সবচাইতে আলাদা। সে কথা অভিনেত্রী নির্দ্বিধায় স্বীকারও করেছেন। ফেসবুকে এক ফ্রেমে তাঁর আর ভাইজানের ছবি দেখে তাঁর অনুরাগীরাও উচ্ছ্বাসে গা ভাসালেন। আবেগে ভেসেছেন অভিনেত্রী নিজেও।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, সলমন খানকে নিয়ে কথা বললে কথা ফুরোতেই চায় না তাঁর। তিনি জানান যে সলমনের মতো নরম, পেলব মনের মানুষ খুব কম দেখেছেন তিনি। তিনি এও বলেছেন তাঁর আন্তরিকতা কখনও ভোলার নয় অভিনেত্রীর কাছে।