কয়েক মাস আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে মাকে মিস করেন তিনি তাঁর মাকে। আজ রবিবার, আর আজ ‘ডটার্স ডে’। এমন দিনে মায়ের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ঋদ্ধিমা। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে ফ্রেমবন্দি মা-মেয়ে। অভিনেত্রী জানালেন, বিশেষ বিশেষ দিনে আরও বেশি করে মাকে মনে পড়ে তাঁর।

মা, এই শব্দের অনেক ভার। মা ছাড়া পৃথিবীটা মেনে নেওয়া নেহাত সহজ নয়। মা যে নেই, এটা এখনও মেনে নিতে পারেন না অভিনেত্রী। তবুও সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি শেয়ার করেছেন আগেও এবং সাথে শেয়ার করেছেন নিজের মনের কথাও।
ঋদ্ধিমা লেখেন, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর মা আর নেই। প্রতিটি শ্বাসে তিনি তাঁকে মিস করেন। তিনি জানেন না কীভাবে তাঁকে ছাড়া তাঁর বা তাঁদের সারা জীবন চলবে। কিন্তু তিনি প্রমিস করছেন, তাঁর মাকে তিনি গর্বিত করবেন আর তিনি তাঁর মধ্যে সব সময় বেঁচে থাকবেন।