আজ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের জীবনে একটি বিশেষ দিন। গত বছর পর্যন্ত অভিনেত্রী আজকের এই দিনটা আলাদা করে সেলিব্রেট করতেন। হাসি, মজা, আনন্দ করে কাটতো গোটা দিন। কিন্তু চলতি বছরে মন খারাপের রেশ। আসলে আজ তাঁর বাবা এবং মায়ের বিবাহবার্ষিকী। কয়েক মাস আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী। আর সেই কারণেই এই দিনটা এই বছরে খুব মনখারাপের।
ঋদ্ধিমা তাঁর বাবা, মায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আজ শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আজ তাঁর মা, বাবার ৩৫তম বিবাহবার্ষিকী হতে পারত। তাঁরা সেলিব্রেট করার জন্য অপেক্ষা করে ছিলেন। কিন্তু জীবন তো অনিশ্চিত। কিন্তু তিনি জানান যে তিনি ভালবাসায় বিশ্বাস করেন। তিনি এও জানান যে তিনি এখনও তাঁর মাকে খুব মিস করেন।
প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে অভিনেত্রী তাঁর মাকে মিস করেন। তবুও কোনও কোনও দিন হয়তো তার মধ্যেই কিছুটা আলাদা। আসলে মা ছাড়া পৃথিবীটা মেনে নেওয়া তো নেহাত সহজ নয় সে সাধারণ মানুষ হোক কি সেলেব। সেক্ষেত্রে ঋদ্ধিমাও ব্যতিক্রম নন। তাই আজকের এই দিনে অনেক বেশি করে তাঁর মাকে মনে পড়ছে।