অভিনেত্রী রিয়া চক্রবর্তীর মনে হয়েছে ‘আমরা কলিযুগে বাস করছি।’ বুধবার এমনটাই ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছেন রিয়া।

অভিনেত্রী রিয়া লিখেছেন, ‘আমরা কলিযুগে বাস করছি। এটা এমন একটা সময় যখন মনুষ্যত্বের পরীক্ষা নেওয়া হবে। মূল্যবোধকে নষ্ট করে দেওয়ার মতো অনেক কিছু ঘটবে।‘ তারপরেই রিয়া পরামর্শ দেন, আমাদের সকলকে নাকি সম্মিলিত হতে হবে। আমাদের হৃদয়ে থাকা ভালবাসা এবং স্নেহকে খুঁজে পেতে হবে। শৈশবে আমাদের যে শিক্ষাগুলি দেওয়া হয়েছিল, সেগুলি মনে রেখে চলার আদেশ দিয়েছেন তিনি। আর এ ভাবেই সকলে এই সময়টা পেরিয়ে যেতে পারবে বলে মনে করছেন রিয়া। তাই এও পরামর্শ দিলেন, পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে থাকার।
প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পরেই ওলটপালট হয়ে যায় রিয়ার জীবন। সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে কাঠগড়াতেও উঠতে হয়েছে। চারদিক থেকে উড়ে আসে ট্রোল-কটাক্ষ। এমনকি তাঁকে জেলের ভিতরেও থাকতে হয়েছে। তবে সব ধরনের নেতিবাচকতাকে দূরে রেখে স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী।