প্রথমবার একসঙ্গে একটি ছবিতে দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেডনেকরকে। সেই ছবির নাম ‘বাধাই দো’। সেই ছবির পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি। আজই ঘোষণা হয়ে গেল সেই ছবি মুক্তির তারিখ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৪ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাধাই দো’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাধাই হো’ ছবির সিক্যুয়েল এই ছবিটি। সেই ছবিতে অনবদ্য অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা, গজরাজ রাও, সুরেখা সিকরির মতো নানান অভিনেতা-অভিনেত্রীরা।
দেরাদুনে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবি মুক্তি নিয়ে ভূমি লেখেন, সকলের জন্য বড় পর্দায় ছবিটা তুলে ধরার আর অপেক্ষা করতে পারছেন না তিনি। সবাইকে সিনেমা হলে এসে ছবিটি দেখার অনুরোধ করেছেন।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব হল। ছবি তৈরি হলেও কোথায় মুক্তি পাবে, তা নিয়ে ছিল সকল নির্মাতাদের দুশ্চিন্তা। বহু ছবি এখনও মুক্তির অপেক্ষায়। ‘বাধাই দো’ এর মুক্তির দিন ঘোষণার পর সকলে এবার অপেক্ষায় আগামী বছরের ফেব্রুয়ারি মাসের।