গতকাল রাতে রণবীর ও দীপিকার সঙ্গে ডিনার করলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সেই ছবি ব্যাডমিন্টন তারকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে বড় সানগ্লাসে স্টাইল স্টেটমেন্ট ধরে রেখেছিলেন রণবীর সিং। তবে যেটা চোখে পড়ার মতো ছিল তা হল পনিটেল। দীপিকা এবং সিন্ধু দুজনের পরনেই ছিল সাদা পোশাক। রণবীর এবং দীপিকাকে ট্যাগ করে সিন্ধু লেখেন, ‘তোমাদের সঙ্গে দারুণ সময় কাটালাম। আবার দেখা করতে চাইব।’ মুম্বইয়ে গতকাল সন্ধ্যেতে ফ্রেমবন্দি হন এই তিন তারকা। দীপিকার একার ছবি তোলার জন্য চিত্র সাংবাদিকরা যখন অনুরোধ করছেন সে অনুরোধ ফিরিয়ে দেন তিনি বরং সিন্ধুর আলাদা ছবি তোলার জন্য জোর করেন দীপিকা।
আবার অন্যদিকে ২০২২-এ দীপিকা একটি লাইফস্টাইল ব্র্যান্ড চালু করার কথা ঘোষণা করেছেন। এর প্রথম বিভাগে থাকবে বিউটি এবং স্কিন কেয়ার। জানা যাচ্ছে, ব্র্যান্ডটি ভারতে বেস করে তৈরি হবে কিন্তু বিশ্বব্যাপী এই প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, দীপিকা নিজেও এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।