বলিউডের অন্যতম বিতর্কিত শো ‘কফি উইদ কর্ণ’। সেই শোয়ের প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। সেই শোতে এসে এমন অনেক তারকা এমন কিছু কথা বলেছেন যা বিতর্কের দিক নেয়। ঠিক যেমন বলেছিলেন রণবীর কপূর। নেটমাধ্যম থেকে দূরে থাকা, স্বল্পভাষী এই তারকাও তাঁর ব্যক্তি জীবনের একাধিক তথ্য ফাঁস করেছিলেন এই অনুষ্ঠানে এসে।

অনেকদিন আগে কর্ণের অতিথি হয়ে এসেছিলেন রণবীর কপূর এবং রণবীর সিংহ। তাঁদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব খেলেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক।এই খেলার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন অর্জুন কপূরের থেকে। কর্ণের প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তবে অর্জুনের গালে চুমু খেতে হবে দুই রণবীরকে আর এটাই ছিল খেলার নিয়ম।
এর পরেই কর্ণ প্রশ্ন করেন, ‘কখনও কোনও বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন?’ রণবীর সিংহ চুপ করে বসে থাকলেও রণবীর কপূর চুমু খেয়েছিলেন অর্জুন কাপুরকে। এর পরেই খানিক মজার ছলেই বলা যায়, অর্জুন প্রশ্ন করে বসেন তাঁকে, ‘আমার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওনি তো?’ অর্জুনের এই প্রশ্ন শুনে হাসতে থাকেন দুই রণবীর এবং কর্ণ। এই খেলার মাধ্যমে তাঁদের জীবনের অনেক গোপন কথাই দর্শকের সামনে নিয়ে এসেছিলেন কর্ণ জোহর।