জন্মদিনেই প্রেমের কথা স্বীকার করে করলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি ভগনানির সঙ্গেই প্রেম করছেন রাকুল, তেমনই ইঙ্গিত দিলেন। রাকুলের জন্মদিনে প্রেমের ছবি শেয়ার করেছেন জ্যাকি।
সেই ছবিতে দেখা যাচ্ছে হাতে হাত রেখে রাকুলের সঙ্গে একটা ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘তোমায় ছাড়া দিন দিন বলে মনে হয় না। তোমায় ছাড়া সুস্বাদু খাবারও কেমন পানসে লাগে। এমন একজনকে শুভেচ্ছা বার্তা পাঠালাম যে আমার কাছে গোটা পৃথিবী। শুভ জন্মদিন আমার ভালবাসা।‘ এদিকে জ্যাকি ওই ছবি শেয়ার করা মাত্রই একের পর এক সেলেব তাঁদের শুভেচ্ছা জানাতে থাকেন মন্তব্য বক্সে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন, অভিনেতা আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকেই।
তবে এখানেই শেষ নয়। একই ছবি শেয়ার করে রাকুলও জ্যাকির উদ্দেশ্যে লেখেন, ‘ধন্যবাদ ভালবাসা। আমার জীবনের অন্যতম সেরা উপহার তুমি। আমার জীবন এত রঙিন করে তোলার জন্য ধন্যবাদ।‘ এর থেকেই অনুরাগীরা বুঝেছেন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা।