রাজ চক্রবর্তী এখন তাঁর দুই দিক সমান ভাবে গুরুত্ব দিচ্ছেন, একদিকে রয়েছে সিনেমা আর অন্যদিকে রয়েছে রাজনীতি। দুটি ভিন্ন মেরুর কাজ তিনি সমান তালে ব্যালান্স করে চলছেন প্রতিনিয়ত। তার মধ্যে নিজেরও যত্ন নিচ্ছেন তিনি। সেই জন্যই জিমে সময় কাটাচ্ছেন রাজ। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক।
রাজ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, তিনি কম খেয়ে, ওয়ার্কআউট করে এখন ফ্যাট বার্ন করার চেষ্টা করছেন। জিমে তিনি বহু বছর ধরেই নিয়মিত শরীরচর্চা করেন। আর সেই অভ্যেস বজায় রাখতে অনুরোধও করছেন তাঁর অনুরাগীদের।
রাজের বহু প্রতীক্ষিত ছবি ‘ধর্মযুদ্ধ’ এর মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এই ছবি প্রসঙ্গে রাজ বলেন, ধর্ম নিয়ে যুদ্ধ চলছে চারপাশে, আর তাই সেই বিষয়ই হয়ে উঠেছে রাজের এই ছবি। তাঁর মতে ধর্মযুদ্ধ শুধু ছবি নয়, মানুষের উপর বানানো এক ডকুমেন্টেশন।