আজ সকালে গড়ফার বাড়ি থেকে টলি অভিনেত্রী পল্লবী দে এর ঝুলন্ত দেহ উদ্ধার করে গড়ফা থানার পুলিশ। তারপর থেকেই নানাবিধ মন্তব্য এই ঘটনা ঘিরে। থানায় এনে মৃত অভিনেত্রী পল্লবী দে-র লিভ-ইন সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে যে, কিছু দিন আগে দু’জনে গড়ফাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। টলি অভিনেত্রীর সেই সঙ্গী পুলিশদের জানিয়েছেন রবিবার সকালে সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তিনিই নাকি পুলিশে খবর দেন।
অন্য দিকে জানা যাচ্ছে, শনিবার এবং রবিবার দু’জনের মধ্যে নাকি খুব কথাকাটাকাটি হয়েছিল। তবে সেই কাটাকাটি কী নিয়ে হয়, তা এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।
এ দিকে, পল্লবীর পরিবারের তরফ থেকে দাবি, এই ঘটনা আত্মহত্যা নয়, বরং খুন করা হয়েছে তাদের মেয়েকে। যদিও নির্দিষ্ট কোনও নাম তাঁরা বলতে চাননি এমনটাই জানা গিয়েছে। সকলে অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্ট আসার জন্য।