প্রথম ইউটিউব ভিডিয়োতে অভিনেত্রী পায়েল দে নিজের বিভিন্ন মূহূর্ত ফ্রেমবন্দি করেছে। লাল রঙা শাড়ি, খোলা চুল, কালো কাজল। কখনও বা কফি হাতে বারান্দায় একলা দাঁড়িয়ে। কখনও আবার আনমনে বিছানায় বই পড়ছেন তিনি। কখনও তিনি বেরিয়েছেন বৃষ্টিভেজা রাজপথে। এই ভিডিয়োই গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক বেশ পছন্দ করেছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার গল্প। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি’ বেজে চলেছে কিন্তু পায়েল ব্যবহার করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফর্ম করা একটি গান।
অনেক আশা নিয়ে এই নতুন জার্নি শুরু করেছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করছেন তিনি। আরও অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।