সদ্য বড়পর্দায় বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘মুখোশ’ ছবি দিয়ে ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী পায়েল দে। টেলিভিশনেও চুটিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যেই আরও একটি সুখবর দিলেন তিনি। খুব তাড়াতাড়ি নিজস্ব ইউটিউব চ্যানেল দর্শকের জন্য উপহার দিতে চলেছেন পায়েল।
অনেক আশা নিয়ে এই নতুন পদক্ষেপ শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করতে চলেছেন তিনি। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি।
পায়েল জানান যে, এই সপ্তাহেই লঞ্চ করার চেষ্টা করছেন তিনি। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু করবেন তিনি। তবে পায়েলের নিজের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করবেন এবং ভবিষ্যতেও একটা অন্যরকম পরিকল্পনা আছে তাঁর। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পান তিনি, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায় সে ভাবনাও চালাচ্ছেন তিনি। এটাই তাঁর ভবিষ্যতের ভাবনা।