অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মানিকতলার সঙ্গে কোনও ছবি নেই। এখানে মানিকতলা বলতে যারা জায়গা ভাববেন তাহলে ভুল করছেন, কারণ এ মানিকতলা সে মানিকতলা নয়! তবে কী?

এবার বিষয়টা বোঝার ক্ষেত্রে জটিল মনে হচ্ছে হয়তো তবে বিষয়টা বেশ সহজই। মানিকতলা বলতে আসলে অভিনেত্রী তানিয়া মানিকতলা। ‘দ্য গার্ল’ ওয়েব সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
তানিয়ার অভিনয় মীরা নায়ারের ‘আ সুটেবল বয়’-এ দেখেছেন অনেকেই। এবার পরমব্রতর সঙ্গে তাঁকে দেখে উচ্ছ্বসিত দর্শক। দর্শকদের মনে নানান প্রশ্ন কেউ ভাবছেন মানিকতলাকে মানিকতলায় নিয়ে আসার অনুরোধ করেছেন অনেকে আবার কারও মতে, নামের মধ্যেই একটুকরো কলকাতা রয়েছে অভিনেত্রীর।
পরমব্রত শুটিং সেটেই তানিয়ার সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন। গত মার্চ থেকে তাঁরা একসাথে শুটিং করছেন। কিন্তু একসঙ্গে ছবি শেয়ার করা হয়নি, এতদিন পরে তাঁর মনে হয়েছে এবার সময় এসেছে ছবি শেয়ার করার। লকডাউনের পরে ফের শুরু হয়েছে শুটিং। একইরকম মজা করে কাজ করবেন তাঁরা।