লাল পাড় সাদা শাড়ি আর হাতে শাঁখা, পলা, সোনার বালা এবং কপালে সিঁদুর, একেবারে নতুন বউয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী পাওলি দাম। ঠিক এই ভাবেই সেজে আজ শনিবার কামাক্ষ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী পাওলি। পুজো দিয়ে বাড়ি ফিরে এসে তিনি পোজ দিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। পাওলি নিজের বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, আজ সকালবেলা মা কামাক্ষ্যার দর্শন করে এসেছেন তিনি। দু বছর পরে মায়ের দেখা পেয়ে, তিনি শান্তি অনুভব করতে পারছেন। মন্দিরে ছবি তোলার সুযোগ হয়নি তাই পুরো সময়টাই মায়ের সাথে ও পরিবারের সাথে কাটালেন তিনি। বাড়ি ফিরে এসেই কিছু ছবি তুলে সবার সাথে শেয়ার করলেন পাওলি। পাওলির শ্বশুরবাড়ি গুয়াহাটির আসামে। গতকাল সেখানেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে পুজোর ছবিও শেয়ার করে ছিলেন পাওলি। অভিনয়ের ব্যস্ততায় কখনও কলকাতা, কখনও মুম্বইতে থাকেন অভিনেত্রী পাওলি দাম। তার মধ্যেও যতটা সম্ভব গুয়াহাটিতে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। |
