• Thu. Dec 26th, 2024

হাসপাতাল থেকে ইনস্টায় ছবি পোস্ট করলেন নুসরত!

আর কয়েক মুহূর্ত, সব কিছু ঠিক থাকলে সম্ভবত আজই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। ঠিক তার আগে একটি বেসরকারি হাসপাতাল থেকে নেটমাধ্যমে বার্তা দিলেন তিনি। অভিনেত্রীর ভাগ করে নিয়েছেন একটি ছবি, যা বোঝা যাচ্ছে তাতে আনন্দের ছাপ তাঁর চোখেমুখে। এই ছবির পাশেই তাঁর লেখা, ‘ভয় সরে গিয়ে বিশ্বাস জোরালো হচ্ছে।’ অর্থাৎ তিনি নিজের চারপাশে আবার ইতিবাচক ভাবনার বলয় তৈরি করচ্ছেন। তাঁর বার্তায় স্পষ্ট ইঙ্গিত যে, মা হওয়ার পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হবেন।

আগামী বুধবার থেকেই নুসরতের সন্তানের জন্ম নিয়ে আগ্রহ ছিল অনেকের। কখন, কোন হাসপাতালে ভর্তি হবেন তিনি? গোটা দিন কিভাবে কেটেছে এই জল্পনাতেই গা ভাসাচ্ছিল।

ওই দিনই শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে এসে অভিনেত্রী প্রসঙ্গে যশ দাশগুপ্ত বলেন যে, তিনি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে বলে সকাল থেকে ভুয়ো খবর ছড়িয়েছে। তিনি ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখবেন তিনি তাছাড়া, সব কথা অভিনেতাই বা একা বলবেন কেন? তাঁরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা তাঁর মুখ থেকে শোনাই বোধহয় ভাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2