দীপাবলীর রাত অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সেলিব্রেট করলেন টলি পাড়ারই আরেক অভিনেত্রীর সাথে। তাঁরা দুজনেই খুব ভালো বন্ধু। তাই উৎসবের আমেজ এক সাথেই ভাগ করে নিলেন তাঁরা। কিন্তু সেই অভিনেত্রীটি কে?
টলি পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দীপাবলির এই আলোর উৎসবে সময় কাটালেন মিমি চক্রবর্তী। একসঙ্গে তাঁরা ছবি শেয়ার করলেন আনন্দের মুহূর্তের। দুই নায়িকা নাকি বন্ধু হতে পারে না। এই প্রচলিত ধারণা রয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু ব্যতিক্রমও যে হয়, তারই উদাহরণ মিমির দীপাবলী সেলিব্রেশন।
মিমি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘উইথ দ্য ক্রেজি ওয়ান আফটার আ লং টাইম’। অন্য দিকে শ্রাবন্তীও সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দীপাবলির রাতে এই দুই বন্ধু চুটিয়ে মজা করেছেন।