দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন বাংলা বিনোদন জগতে, তিনি অভিনেত্রী মনামী ঘোষ। চেহারায় পড়েনি একটুও বয়সের ছাপ। কখনও তিনি অভিনেত্রী, কখনও তিনি সঞ্চালক আবার কখনও তিনি একজন নৃত্য শিল্পী। একই রূপে নানান প্রতিভার অধিকারী তিনি। তিনি বেড়াতে যেতে খুবই ভালবাসেন। সম্প্রতি তিনি বেড়াতে গিয়েছেন লাদাখের নুব্রা উপত্যকাতে।

সেখান থেকেই নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন মনামী নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে সকলের নজর কেড়েছে তাঁর পোশাক। কালো স্লিভলেস টাইট-টপ, নীল ক্যামোফ্লাজ প্যান্ট, চোখে কালো সানগ্লাস, টপ নট করা চুল এবং কালো বুট। কোনো ভিডিয়ো শুট করবেন বলে হাতে রেখেছেন ‘গিমব্যাল’।
গিমব্যালটি এমনভাবে হাতে ধরে তিনি পোজ় দিয়ে ছবি তুলেছেন যেন মনে হবে একটি বন্দুক ধরেছেন মনামী। যদিও মনামী মনে করেন, ঠিক মতো ধরলে বন্ধুকেরই কাজ করবে নাকি এই গিমব্যাল। তাই ক্যাপশনেও সে কথা উল্লেখ করেছেন তিনি।