সম্প্রতি মালাইকা অরোরা, টেরেন্স লুইস এবং গীতা কপূরা অতিথি হয়ে এসেছিলেন কপিল শর্মার অনুষ্ঠানে। তাঁদের নাচের নতুন অনুষ্ঠানের প্রচার করতেই মূলত এসেছিলেন এই তিন তারকা। আর সেখানেই কপিলের সঙ্গে মালাইকার খুনসুটির কিছু দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

নতুন অনুষ্ঠান নিয়ে মালাইকা জানান যে, তাঁদের অনুষ্ঠান একটা নির্দিষ্ট মরসুম ধরে চলে। তাঁরা নাকি খানিক অবকাশও পান। এর পরেই খুনসুটির ছলে কপিলকে মালাইকার প্রশ্ন করেন, ‘তুমি তো সারা বছর কাজ করো। তা হলে এ সব করার সময় কখন পাও?’ এই ‘এ সব’ বলতে মালাইকা ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করে বলেন গীতা কপূর। তিনি বলেন, ‘মালাইকা জানতে চাইছে, বাবা হওয়ার সময় পাও কী করে?’
এটা শোনার পর কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন তাই তিনি রসিকতা করে বললেন, তাঁদের এই অনুষ্ঠান তো সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত চলে। এর পর সিআইডি চালিয়ে দেওয়া হয় আর তখনই সময় পেয়ে যান তাঁরা। কপিলের এই উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত অতিথি থেকে দর্শকরাও।