শ্রীলঙ্কার ‘ব়্যাপ রাজকন্যা’ ইয়োহানির গানে মেতেছে গোটা দেশ। ‘মানিকে মাগে হিঠে’ গানে মুগ্ধ হয়েছেন ইতিমধ্যে অনেকেই। খোদ ‘বিগ বি’ অমিতাভ বচ্চন সেই পছন্দ করেছেন। অল্প সময়ের মধ্যেই ইয়োহানি হয়ে উঠেছেন আমাদের ঘরের মেয়ে। তাঁকে আপন করে নিয়েছেন প্রায় সকলেই। গানটি তৈরি হয়েছে সিংহলি ভাষায়। অনেকেই গানের অর্থ কিছু বুঝতে পারছেন না। কিন্তু সেই গানের সুরের জাদুতেই কুপকাত দেশবাসী। এবার সেই গানে লিপ সিঙ্গিং দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।

চেহারায় মেকআপের লেশমাত্র নেই। ঠোঁটে নেই লিপস্টিকও। এলো চুল আর কানে শুধু হেড ফোন দিয়ে লিপ সিঙ্গিং করলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ‘মানিকে মাগে হিঠে’-র সঙ্গে লিপ মিলিয়েছেন। যেন মনে হচ্ছে গানটি নিজেই গেয়েছেন। সেই সঙ্গে অভিনয় করে দেখিয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাষা কখনওই কোনও বাঁধা নয়। বিশেষ করে সেই ভাষা যদি প্রেমের কথা বলে। আজ শিল্প নয়। শুধুই অনুভূতি।‘ এখন সকলে এই গানের সুরে মন্ত্র মুগ্ধ।