জন্মদিনের দিন সবারই চমক পেতে ভাল লাগে। কিন্তু সেই চমক বলিউড অভিনেতা কুণাল খেমু তাঁর জন্মদিনে শুভেচ্ছা পেলেন মাঝ আকাশে! তাঁর জীবনে এই প্রথম এমন ঘটনা হল। সে নিয়ে আনন্দে ভাসলেন অভিনেতা।
২৫ মে অভিনেতা কুণাল খেমু জন্মদিন ছিল। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা তো তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেনই তবে এইবার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি অভিনেতা। বিশেষ কাজে মুম্বাই থেকে উড়ান নিয়েছিলেন জন্মদিনের সকালেই। বিমানে উঠতেই বিমানকর্মীরা এসে তাঁদের প্রিয় অভিনেতার জন্মদিন পালন করলেন তখনই! ফুল দিয়ে, গান গেয়ে শুভেচ্ছা জানালেন অভিনেতাকে। সকলে মিলে কেক কাটার আয়োজনও করেছিলেন অভিনেতার জন্য।
অভিনেতা তাঁর এই উদ্যাপনের ছোট্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, বিমানকর্মীদের ভালবাসায় তাঁর জীবনে এমন আশ্চর্য সময় কাটল, মাঝ আকাশে তিনি নতুন করে বেঁচে উঠলেন। শেষে বললেন তাঁর এ বারের জন্মদিন একেবারে অন্যরকম গেল।