এই ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের ধুমধাম ব্যবস্থা। একে একে নানা আচার অনুষ্ঠানের পালা আর নিয়ম মেনেই হাতে মেহেন্দি পরবেন ক্যাটরিনা। তবে অভিনেত্রী যে মেহেন্দি তার দাম শুনলে সবার চোখ কপালে উঠবে!

জানা যাচ্ছে ক্যাটরিনার জন্য কোনও রকম রাসায়নিক-বিহীন বিশেষ এক ধরণের মেহেন্দি তৈরি হচ্ছে। সেই সব দায়িত্বে আছেন রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাঁদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা। তবে যে ব্যবসায়ী এই মেহেন্দি তৈরির বরাত নিয়েছেন, শোনা যাচ্ছে ভিকি-ক্যাটরিনার থেকে তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বিয়ে করবেন এমনটাই সূত্রের খবর। বিয়ের অনুষ্ঠানটি রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে উদ্যাপন হবে। উপস্থিত থাকবেন বলিউডের এক ঝাঁক তারকারা।