খ্যাতনামা মামার সঙ্গে প্রথমবারের জন্য দেখা রাজ-পুত্র ইউভানের। শনিবার দুপুরে ইনস্টাগ্রামে ভাগ্নের সঙ্গে প্রথম ছবি দিলেন মামা। সেই মামা কিন্তু টলিউডেরই একজন সঙ্গীত পরিচালক, তিনি জিৎ গঙ্গোপাধ্যায়।

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ করলেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবি দিয়ে ছন্দ মিলিয়ে লিখলেন, ‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে! আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ নে!’ ছবিতে দেখা যাচ্ছে, ইউভানকে কোলে নিয়ে বসে আছেন গায়ক-মামা জিৎ। রাজ-শুভশ্রীর একরত্তিও মন দিয়ে দেখে নিচ্ছে তার মামাকে। মামা-ভাগ্নের জুটিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।
পরিচালক রাজের সঙ্গে জিৎ এর সখ্যতা বহু দিনের। রাজের ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিৎ। সেই ছবির মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রাজ। এরপর একে একে বহু ছবিতে জিৎ এবং রাজ একসাথে কাজ করেছেন। পেশাগত সীমারেখা পেরিয়ে ব্যক্তি জীবনেও রাজ-শুভশ্রীর সঙ্গে জিৎ এর সম্পর্ক যে গভীর, তারই প্রমাণ এই ছবি।