তিনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করলেও একাধিক ভারতীয় ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তিনি ভারতেই তাঁর বেশির ভাগ সময় কাটান। তবে নিজের দেশের এই কঠিন সময়ে তিনি দেশবাসীর পাশে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলার বার্তা দিলেন নেটমাধ্যমে।
বর্তমানে ধনী দরিদ্র নির্বিশেষে শ্রীলঙ্কার সমস্ত নাগরিক আর্থিক ভাবে বিপর্যস্ত। পেট্রোল আমদানির ক্ষমতা নেই সরকারের, তহবিল একেবারে শূন্য। এমনই এক ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়েই একটা করে দিন কাটছে শ্রীলঙ্কার মানুষের। এই পরিস্থিতিতে অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর নিজের দেশের কথা ভেবে নেটমাধ্যমে শ্রীলঙ্কার জাতীয় পতাকার একটি ছবি শেয়ার করে দীর্ঘ এক বার্তা দিলেন।
জ্যাকলিন নেট্মাধ্যমে লেখেন, শ্রীলঙ্কার নাগরিক হিসেবে তাঁর দেশ ও দেশবাসী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে তিনি খুবই মর্মাহত। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববাসী একাধিক মন্তব্য এবং পরামর্শ দিয়ে চলেছেন তবে, তিনি জানান যে খবর রটছে তার ভিত্তিতে শোরগোল না করে নিজের দেশবাসীর পাশে থাকাই এখন একমাত্র কর্তব্য তাঁর।