ফের ইডি তলব করল বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। তলবের কারণ হিসেবে ইডি জানায়, সেই সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত ২০০ কোটি টাকার মামলার কথা। গতকাল তাঁকে তলব করেছিল ইডি আর আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হল। এই নিয়ে মোট চার বার একই মামলায় ইডির দফতরে গিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

একাধিক বার বিত্তশালীদের আর্থিক ভাবে ঠকিয়েছেন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগের জন্য মামলা দায়ের করে গ্রেফতার হন এই দম্পতি। অন্য দিকে আবার তদন্তকারী সংস্থার ধারণা, সুকেশের প্রতারণায় জ্যাকলিনও নাকি লাভবান হয়েছেন। সুকেশের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ার পরেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইডির দফতরে যেতে বলা হয়।
কয়েক দিন আগেই ইডি একটি চার্জশিট পেশ করেছিল আর সেখানে দাবি করা হয়, প্রতারণায় অভিযুক্ত সুকেশ চারটি পার্সি বিড়াল (যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা), ঘোড়া, গয়নাগাটি, চিনামাটির তৈরি বাসনপত্র উপহার দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। শোনা যাচ্ছে শুধু জ্যাকলিনই নয়, নোরা ফতেহিকেও নাকি দামি গাড়ি উপহার দিয়েছেন সুকেশ।