জাতীয় পুরস্কার জয়ী শিল্পী ইমন চক্রবর্তী রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের একটি গান বহুবার গেয়েছেন। কিন্তু রেকর্ড করা হয়নি। আগামী ১৫ অগস্ট উপলক্ষ্যে সেই গান ‘ও আমার দেশের মাটি’ রেকর্ড করেছেন গায়িকা তা মুক্তি পেল ইউটিউবে শুক্রবারে।
এই বিষয়ে গায়িকা ইমন বলেন, ও আমার দেশের মাটি স্বদেশ পর্যায়ের গান। মঞ্চে গান তিনি। কিন্তু আগে কখনও রেকর্ড করার সুযোগ হয়নি তাঁর তাই ইচ্ছে ছিল বহুদিনের, অবশেষে সেটার সুযোগ হয়েছে। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে আজ মুক্তি পেল ও আমার দেশের মাটি গানটি। তিনি বললেন দর্শক, শ্রোতার কাছ থেকে সমর্থনটুকু চান যাতে সবাই সেটি শোনে।
এই সম্পূর্ণ গানটি অ্যারেঞ্জমেন্ট করেছেন অয়ন মুখোপাধ্যায়। মিক্স মাস্টারিং করেছেন নীলাঞ্জন ঘোষ এবং ভিডিয়ো করেছেন দেবর্ষি এবং টিম। ইমন চক্রবর্তী প্রোডাকশনের অন্যতম দুই সদস্য মুন এবং গৌরব তাঁকে সহযোগিতা করেছেন বলে জানালেন ইমন। তিনি জানান যে, নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছেন তিনি। নতুনরা আসছেন। তাঁর গান যেমন মুক্তি পাবে, তেমনই নতুনদের গানও মুক্তি পাবে তাঁদের ইউটিউব চ্যানেলে।