বি-টাউনের তারকারা প্রায়শই তাঁদের ভক্তদের সঙ্গে খুনসুটি করে থাকেন। কখনও অনুরাগীদের সঙ্গে আড্ডা দেন। তো কখনও নিছক মজার ছলে ভাগ করে নেন নানা অঙ্গভঙ্গির ছবি বা ভিডিয়ো। এঁদের মধ্যে অন্যতম হৃতিক রোশন। তিনি ইনস্টাগ্রামে বেশ ভালই সক্রিয়। নিজের নানা ছবি, মুহূর্ত প্রায়ই তিনি পোস্ট করেন এখানে। আজই অনুরাগীদের মুখে হাসি ফোটাতে তিনি একটি পোস্ট ভীষণ মজাদার করেছেন। কিন্তু কী সেই পোস্ট?
হৃতিককে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে একটি ধূসর টি শার্ট, মাথায় মানানসই একই রঙের টুপি পড়ে আর কানে মোবাইল ফোন নিয়ে। যিনি ফোন করেছেন সম্ভবত তিনি হোয়াটসঅ্যাপ কল করেছেন। কানে ফোন লাগিয়ে ভ্যাবাচ্যাকা খেয়েছেন অভিনেতা। হতভম্ব হৃতিক সেই বিস্ময়ের চোটে ট্যারা হয়ে গিয়েছেন। সেই পোস্টে তার পর একে একে অনেকে হাসির চিহ্ন দিয়েছেন। হাততালির চিহ্ন দিয়েছেন বরুণ, আয়ুষ্মানের মতো তারকারাও।
তিনি জমিয়ে এখন ছুটি কাটাচ্ছেন ভাগ্নী সুরানিকা আর খুড়তুতো বোন পশমিনা রোশনের সঙ্গে। তবে ইতিমধ্যেই অভিনেতার আজকের পোস্ট করা ছবি ভাল সাড়া ফেলেছে অনুরাগী মহলে। এতে বোঝা যাচ্ছে সপ্তাহান্তে তিনি বেশ ভালো ‘মুড’ নিয়েই আছেন।