গত শনিবার বিকেলে মাদক-কাণ্ডে বলি তারকা শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করার পর একের পর এক পুরনো ঘটনা উঠে আসছে সবার সামনে। হঠাৎ আজ একটি পুরনো ঘটনার কথা জানা গেছে যে, আরিয়ানের মা, গৌরী খানের কাছেও নাকি একবার মাদক দ্রব্য পাওয়া গিয়েছিল।
সালটা ২০১১, বার্লিন বিমানবন্দরে শাহরুখ-পত্নী গৌরী খানের কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছিল। মাদকসমেত গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, সে সমস্ত অভিযোগ মিথ্যে ছিল। এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করেছিলেন তিনি। একই সঙ্গে মিথ্যে রটনার বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিলেন তিনি।
এখন এনসিবি-র হেফাজতে রয়েছেন আরিয়ান খান। সোমবার তাঁকে আদালতে তোলা হবে। রবিবার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাঁকে এনসিবি-র হেফাজতে রাখা হবে কিন্তু সোমবার দুপুরে জানা গিয়েছে এনসিবি সূত্রে, আরিয়ানকে এখনই ছাড়া হবে না। তদন্তের স্বার্থে তাঁকে আরও বেশ কয়েক দিন নিজেদের হেফাজতে চাইতে পারে এনসিবি।