এতো দিন অনেক তর্ক-বিতর্ক, আইনি জটিলতা গেছে, এবার সব কাটিয়ে অবশেষে ছেলেকে বাড়ি ফেরাতে পেরেছেন শাহরুখ খান এবং গৌরী খান। এবার ছবির শ্যুটের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ খান। আর তাঁরই সঙ্গে আড়াল থেকে সামনে আসছেন স্ত্রী গৌরী খানও।

যখন তাঁদের ছেলে আরিয়ান গ্রেফতার হয়েছিল এবং যখন জামিন পেল, কোনো সময়ই জনসমক্ষে আসেননি গৌরী। এখন যেহেতু পরিস্থিতি খানিক স্বাভাবিক তাই এবার কাজে ফিরছেন গৌরী। ব্যবসায়ী ফাল্গুনী এবং শেনের নতুন বিপণিকে সাজিয়ে তুলেছেন অন্দরসজ্জা বিশেষজ্ঞ গৌরী খান। প্রকাশ্যে এনেছেন তাঁর নিজের হাতে সাজানো বিপণির কয়েকটি ঝলক।
বর্তমানে এখন স্বস্তির পরিবেশ খান পরিবারেতে। গতকাল বম্বে হাই কোর্ট জানিয়ে দিয়েছে যে, আরিয়ানকে আর সাপ্তাহিক হাজিরা দিতে হবে না মাদক বিরোধী সংস্থার কার্যালয়ে। কিছু দিন আগেই আরিয়ান জামিনের এই শর্ত বাতিলের আবেদন করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সাম্প্রতিক অতীতের তিক্ততা ভুলে এবার তাই কাজে মন দিচ্ছেন শাহরুখ খান এবং গৌরী খান।