সপ্তাহের প্রথম দিনে হেঁয়ালি করে নেটমাধ্যমে ঝড় তুলে দিলেন রাধিকা আপ্তে। কখনও কোনও পশুর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন? এইরকম প্রশ্নের জবাবে নিজেই জানিয়েছেন, তিনি কিন্তু পেয়েছেন। সে কথা রাধিকা আপ্তে অকপট স্বীকারও করেছেন।

পথের ধারে সাজানো বিশাল আকারের এক ব্যাঙের মূর্তি আর তার পাশেই হলুদরঙা বিকিনিতে বসে অভিনেত্রী। উপরে আবার গোলাপি শার্ট জড়ানো। ব্যাঙের ভঙ্গিমায় বসে থাকা অভিনেত্রীর দাবি, ‘প্রত্যেকের মধ্যেই একটি পশু বসবাস করে। আমি ব্যাঙের মতো। আপনি?’
সত্যিই কি তবে মিল রয়েছে রাধিকার পাশে সাজানো ব্যাঙের মূর্তির সঙ্গে রাধিকার নিজের? তা কিন্তু জানা নেই।
তবে অভিনেত্রীর অভিনব ভাবনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে বসেছেন বহু নেটাগরিক। কেউ পাল্টা মজা করেছেন, অনেক দিন ধরেই তারা ভাবছেন রাধিকার সঙ্গে কার যেন মিল রয়েছে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তাই গোটা বিষয়টি অভিনেত্রীর উপরেই ছেড়ে দিয়েছিলেন। কেউ আবার নতুন নামকরণ করে দিয়েছেন রাধিকার, ‘ফ্রগ আপ্তে’! জনৈক নেটাগরিক অভিনেত্রীর তালে তাল মিলিয়ে জানিয়েছেন, ওই নেটাগরিককে নাকি দেখতে নাকি অনেকটা পুরুষ হাঁসের মতো।