পেরিয়ে গিয়েছে প্রায় দু’দশক। এবার দীর্ঘ সময় পর প্রাক্তন বিপাশা বসুকে নিয়ে মুখ খুললেন ডিনো মোরিয়া। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। বিপাশার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট আছে। ব্যক্তিজীবনের আঁচ কখনও পেশাগত জীবনে এসে পড়েনি তাঁদের দুজনের।
ডিনো জানান, তাঁদের মধ্যে কিছুই বদলায়নি। রাজ ছবির সময়ে তাঁরা দুজনে সম্পর্কে ছিলেন, আবার গুমরাহ ছবির সময় তাঁরা সম্পর্কে ছিলেন না। যেহেতু তাঁরা দু’জনেই পেশাগত অভিনেতা তাই কাজ করার সময় সেটা তাঁদের মাথায় রাখতে হতো। সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে নিজেদের কাজকে কোনও ভাবে প্রভাবিত হতে দেননি তাঁরা।
ডিনো আরও জানিয়েছেন যে, তিনি এবং বিপাশা এখনও একে অপরকে শ্রদ্ধা করেন। তাঁর মতে তাঁদের মধ্যে এখনও বন্ধুত্ব রয়েছে। তাঁদের মাঝেমধ্যে কথা হয়। বিচ্ছেদের পর ডিনো এবং বিপাশা অন্যান্য সম্পর্কে জড়িয়েছেন। তবে অতীতের কাটানো দিনগুলি এখনও ডিনোর মনে উজ্জ্বল।