শহরতলি থেকে অনেকটা দূরে ছুটি কাটাতে ছেলে সানি দেওল এবং বাবা ধর্মেন্দ্র মিলে পাড়ি দিয়েছেন হিমাচল প্রদেশে। নিজেদেরকে একটু লাইম-লাইট থেকে সরিয়ে এই বাবা-ছেলে জুটি একটু একাকী সময় কাটাতে পাহাড়ে বেরাতে গিয়েছেন। পাহাড়ি রাস্তায় এক ফ্রেমে বন্দি হলেন তাঁরা।

সানি প্রথম থেকেই স্বল্পভাষী একটু লাজুক প্রকৃতির। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন খুব মেপে। এসব কথা একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন ধর্মেন্দ্র। সেই ছবিই বদলে গেল অবসর যাপনে এসে। এখন তাঁরা বাবা-ছেলে নন, শুধু বন্ধু। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র জানান যে, তিনি খুবই খুশি কারণ তাঁর ছেলে ছুটি কাটাতে হিমাচলে নিয়ে এসেছে তাঁকে।
প্রকৃতির এত কাছাকাছি এসে খুবই খুশি ধর্মেন্দ্র। এ জন্য ধন্যবাদ দিয়েছেন তাঁর ছেলেকে। তাঁর দেওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে সানিও সযত্নে আগলে রেখেছেন তাঁর বাবাকে। আর দেখা যাচ্ছে বাবা ধর্মেন্দ্রর মুখে এক আনন্দের হাসি।