পুজো মানেই সব সময় অভিনেত্রী দেবলীনা কুমারের কাছে ত্রিধারা সম্মিলনী। সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে। ত্রিধারার পুজোতে তাঁর সাথে থাকে তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টপাধ্যায় থাকে। অভিনেত্রীর কাছে পুজো মানেই ‘এথনিক’ সাজগোজ। তিনি শাড়ি বা লেহেঙ্গা, আনারকলি, এ সবই পড়েন পুজোর মধ্যে।

সারা বছর তাঁকে জিমে অনেকটা সময় দেখা যায় ঠিকই কিন্তু পুজোর পাঁচদিন জিম করেন না দেবলীনা। ছোটবেলা থেকে পুজোর সময় পড়াশোনাও করতেন না। এখন তাই কোনো কাজও করেন না। কারণ ষষ্ঠীতে পুজো শুরু হতেই তিনি পুজোর আমেজতে মজে যান।
এই বছরের পঞ্চমী পর্যন্ত শুটিং আছে তাঁর। সেটার বেশ রাত করে প্যাক আপ হবে। আর এ বছর অনুষ্ঠানের সংখ্যা অনেক কম কোভিডের কারণেই। আর কোভিড প্রোটোকল মেনে তাঁর পাড়ার পুজোতেও কোনও অনুষ্ঠান হচ্ছে না। করোনার জন্য কোনও অনুষ্ঠান করা যাচ্ছে না।