মলদ্বীপ ঘোরা শেষ কিন্তু নীল জলের দেশে ছুটি কাটানোর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি দামিনী ঘোষ। তেমনই বলছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ড। সম্প্রতি দু’টি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সাদা এবং নীল রঙের লম্বা ঝুলের জামা পরে বসে আছেন দামিনী। এই ছবিগুলি দিয়ে তিনি লিখেছেন, ‘আফসোস নিয়ে বেঁচে থেক না, যা ইচ্ছে তাই করো।’ তবে কি নিজের মতো করে বাঁচার বার্তা দিচ্ছেন তিনি?
শ্রাবন্তী পুত্র অভিমন্যুর সঙ্গে সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই নেটমাধ্যমে বিরূপ মন্তব্যের শিকার হন দামিনী ঘোষ। নেটাগরিকদের একাংশের বক্তব্য, এই ভালবাসা আসলে লোক দেখানো আর তাই কয়েক দিন পর তাঁদের সম্পর্কও ভেঙে যাবে। কিন্তু শ্রাবন্তী-পুত্রের প্রেমিকার এই ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা। অনেকেই এই উঠতি মডেলের প্রশংসা করেছেন মন্তব্য বাক্সে।
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিমন্যুর সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করেছেন দামিনী। সেখানে দেখা যাচ্ছে যে, অভিমন্যুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে রয়েছেন তিনি আর অভিমন্যু তাঁর কাঁধে হাত দিয়ে আছেন। দামিনী যখন নিজেদেরকে লেন্সবন্দি করছেন, ওদিকে অভিমন্যু তখন ব্যস্ত ফোন দেখতে।