সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, মিম এগুলো কোনও নতুন ঘটনা নয়। কিন্তু যাঁকে ট্রোল করা হয়, তাঁর মানসিক অবস্থা সবাই বোঝে না। সেলেবরা সোশ্যাল মিডিয়ার সফট টার্গেট। সহজেই তাঁদের ট্রোলিং করা হয়। সে কারণেই এর বিরুদ্ধে বহু সেলেব মুখ খুলেছেন প্রকাশ্যে। ঠিক তেমনই মুখ খুললেন অভিনেতা চ্যাঙ্কি পাণ্ডে তাঁর মেয়ে অনন্যা পাণ্ডের সঙ্গে হওয়া ট্রোলিং এর বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় অনন্যা বহুবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন আর সেই পরিস্থিতি সামলেও উঠেছেন তিনি। মেয়েকে এই কাজে সম্পূর্ণ সাহায্য করেছেন তার বাবা চ্যাঙ্কি পাণ্ডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেন, ‘প্রথম প্রথম ট্রোলিংয়ে খুব হতাশ হয়ে পড়ত অনন্যা। তারপর ওকে বোঝালাম, এটা একটা অ্যাপ। এতো আবেগপ্রবণ হলে চলবে না। কিন্তু বাবা হিসেবে আমি কমেন্ট পড়ে বিরক্ত হতাম, খারাপ লাগত।‘ তিনি আরও বলেন যে এটা ব্যক্তিগত ভাবে দেখলে চলবে না আসলে এসব কিছুই নাকি ব্যবসা। তাই ট্রোলিং কখনও বন্ধ করা যাবে না, এটাই তাঁর মূল বক্তব্য।