২৮ দিন হাজতবাস করে কিছু দিন আগেই জামিনে বাড়ি ফিরেছিলেন আরিয়ান খান। কিন্তু দীপাবলি পার হতে না হতেই এসেছে তাঁর ধুম জ্বর। আর সেই কারণেই গত রবিবার এনসিবি-র দফতরে হাজিরার সমন এড়ালেন শাহরুখ-তনয় আরিয়ান।
গত রবিবার মুম্বইয়ে প্রমোদতরী থেকে মাদক উদ্ধারের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবার এনসিবি দফতরে আরিয়ান খানকে তলব করেছিল বিশেষ তদন্তকারী দল। সেই সমনের জবাবে আরিয়ান জানান যে, তাঁর প্রচন্ড জ্বর এসেছে। আর ঠিক সেই কারণে তিনি জিজ্ঞাসাবাদের জন্য় উপস্থিত থাকতে পারছেন না।
এনসিবি-র এক আধিকারিকও রবিবার জানান, মাদককাণ্ডের তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তাঁরা জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আরিয়ান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এদিকে জ্বরের কারণ দেখিয়ে আরিয়ান খান হাজির হননি। এর আগে শুক্রবার আদালতের নির্দেশ মতো এনসিবির দফতরে নিয়মমাফিক হাজিরা দিতে গিয়েছিলেন আরিয়ান খান। তবে গতকালের নির্দেশ তিনি মানেননি, এর ফল কি হতে চলেছে সেইটাই দেখার।